সেঞ্চুরি হাঁকাতে চলেছে পেট্রোলের দাম, রবিবার কলকাতায় ৯০

Feb 14, 2021, 09:14 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্তের  জন্য দুঃসংবাদ, আজ ৯০-এর ঘরে ঢুকে পড়ল পেট্রোল। সপ্তাহ খানেক ধরে একটু একটু করে বাড়তে বাড়তে আকাশছোঁয়া দাম জ্বালানির। 

2/6

আজ কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম ২৮ পয়সা বেড়ে হল ৯০.০১ টাকা। অন্যদিকে ৩২ পয়সা বেড়েছে ডিজেলের দাম- ৮২,৬৫ টাকা। 

3/6

কেন্দ্রের শুল্ক কমানোর সম্ভাবনার মধ্যেই পেট্রোলের দাম বেড়ে চলেছে। বাজেটে জ্বালানির উপরে কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস বসানোয়  একপক্ষ জানিয়েছিল পেট্রোলের দাম কমতে পারে আবার কেউ কেউ বলেছিল নতুন সিদ্ধান্তে দাম বাড়বে। কিন্তু দামের অঙ্কের গ্রাফ ঠিক কোন পথে তা বোঝা যাচ্ছে না।

4/6

জানা গিয়েছে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়েছে, তাই ভারতেও হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। ভারতে মোদীর রাজত্বে পেট্রোলে শুল্ক বেড়েছে প্রায় ২৫০%, ডিজেলে বেড়েছে প্রায় ৮০০%।  

5/6

দিল্লিতে পেট্রোলের দাম ৮৮.৭৪ টাকা। ডিজেলের দাম বেড়েছে ০.৩৭ পয়সা। নতুন দাম ৭৯ টাকা।  

6/6

মুম্বইতে লিটার পিছু পেট্রোলের দাম ৯৫ টাকার বেশি। ডিজেলের দাম ৮৬.০৮ টাকা। চেন্নাইতে ৯১ টাকা লিটার যাচ্ছে পেট্রোলের দাম।