PG Hospital : নতুন বছরে ক্যান্সার চিকিৎসা উৎকর্ষ কেন্দ্র হচ্ছে পিজি

Oct 24, 2021, 19:10 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরে একগুচ্ছ নতুন পরিষেবার চালু হতে চলেছে পিজি হাসপাতালে। যার মধ্যে অন্যতম ক্যান্সার চিকিৎসা উৎকর্ষ কেন্দ্রের একটা অংশ চালু হবে। 

2/5

পাশাপাশি, চালু হতে চলেছে স্পোর্টস মেডিসিন সেন্টার। আসতে চলেছে গামা নাইফ। 

3/5

একইসঙ্গে পুলিস হাসপাতালে চালু হবে MRI। এখন ২০০০ বেডের পিজি হাসপাতালে এখন ৬টি অ্যানেক্স মিলিয়ে ৩২০০টি বেড চলে। 

4/5

উল্লেখ্য, এরমধ্যে গতকালই ডাক্তারি পঠনপাঠনে Centre of Excellance-এর মর্যাদা পেয়েছে পিজি। 

5/5

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই তকমার জন্য  আবেদন জানিয়েছিলেন পিজি কর্তৃপক্ষ।