IPL 2020: মেজাজে মহারাজ! শারজা স্টেডিয়ামের প্রস্তুতি ঘুরে দেখলেন সৌরভ

Sep 15, 2020, 13:32 PM IST
1/5

আইপিএল প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে দশ দিন আগেই মরু শহরে চলে এসেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আমিরশাহিতে বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ হতেই কাজে নেমে পড়লেন সৌরভ। সোমবার তিনটি আইপিএল ভেন্যুর অন্যতম শারজা ক্রিকেট গ্রাউন্ড ঘুরে দেখলেন মহারাজ।  

2/5

সৌরভের সঙ্গে ছিলেন এমিরেটস ক্রিকেট বোর্ডের একাধিক কর্তা। সঙ্গে ছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা এবং বোর্ডের COO হেমাঙ্গ আমিন।

3/5

করোনা আবহে আইপিএল-এ স্বাস্থ্যবিধি নিয়ে কোনও রকম ফাঁকফোকর রাখতে চায় না বিসিসিআই। মারণ ভাইরাস রুখতে সব দিক খতিয়ে দেখেন সৌরভ।

4/5

আইপিএল-এর জন্য সংস্কার হওয়া শারজা স্টেডিয়ামের পরিকাঠামো এবং ব্যবস্থাপনা দেখে বেশ খুশি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।  

5/5

১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু তবে শারজায় আইপিএল পর্বের সূচনা ২২ সেপ্টেম্বর। চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়ে । লিগের মোট ১২টি ম্যাচ রয়েছে শারজায়।