কালীঘাটে পুজো দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

Feb 22, 2021, 13:47 PM IST
1/6

অয়ন ঘোষাল: নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধনের দিন কালীঘটে পুজো দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

2/6

তৃণমূল কংগ্রেস বার বার করে কটাক্ষ করে বলে, 'বিজেপি বহিরাগত'। বাংলার সংস্কৃতির সঙ্গের ওঁদের কোনও যোগাযোগ নেই। বিজেপির যেকোনও বড় মাপের নেতা তাঁদের সাম্প্রতিক কলকাতা সফরে বাঙালির সংস্কৃতি ভাবধারাকে একবার করে ছুঁয়ে নিতে চান। 

3/6

তাই অমিত শাহ চলে যান দক্ষিণেশ্বরে, জে পি নাড্ডা চলে আসেন কালীঘাটে, সেই একই পথে হেঁটে নিজের সিডিউল বা কর্মসূচির মধ্যে থেকে সময় বের করে সড়ক পথে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট মন্দিরে যান পীযূষ গোয়েল। পুজো দিলেন।   

4/6

ভোটের আগে আরও একবার তৃণমূলের কংগ্রেসের মন্তব্য বহিরাগত পদ্মের আখ্যা মুছে ফেলার চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

5/6

 'এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক'। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর প্রকল্পের উদ্বোধনের আগে ফের বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

6/6