Plants for Lung: ফুসফুসে চান সতেজ বাতাস? রেহাই চান শ্বাসকষ্ট থেকে? বাড়িতে রাখুন এইসব গাছ...

Plants for Lung: শ্বাসকষ্ট থেকে রেহাই পেতে আজই বাড়িতে নিয়ে আসুন এই গাছগুলি। যা দূষিত বাতাস দূর করার পাশাপাশি ঘরের সৌন্দর্যতাও বাড়িয়ে তুলবে।

Jan 09, 2025, 15:25 PM IST
1/7

স্নেক প্ল্যান্ট

Snake Plant

স্নেক প্ল্যান্ট ঘরের বাতাবরণ ঠিক রাখে সঙ্গে ফুসফুসকে ঠিক রাখতে সহায়তা করে। কারণ বায়ুতে থাকা  ফর্মালডিহাইড, জাইলিন এবং নাইট্রোজেন অক্সাইডের মতো দূষক থেকে বাতাস থেকে মুক্ত করে। এবং এই গাছটি রাতে কার্বন- ডাইঅক্সাডকেও ফ্রেস অক্সিজেনে পরিণত করে।

2/7

পিস লিলি

Peace Lily

 এই উদ্ভিদটি অ্যামানিয়া, বেনজিন, ফর্মালডিহাইড সহ  ঘরের মধ্যে থাকা সাধারণ বাতাসের দূষণও ফিল্টার করে।

3/7

চন্দ্রমল্লিকা গাছ

Chandramallika

এটি বাতাসে থাকা ফরমালডিহাইড, জাইলিন, বেনজিন এবং অ্যামোনিয়াসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ দূর করে যা আপনার ফুসফুসের জন্য খুবই উপকারী।

4/7

ব্যাম্বো পাম

Bamboo Palm

 ৩ থেকে ৬ ফুটের মতো হয়। এই গাছগুলিকে সবসময় ছায়ায় রাখতে হয় সূর্যের আলো যেন না পায়। এবং মাটি ভিজিয়ে রাখতে হবে। এটি বাতাসর  বিষাক্ত কেমিক্যাল  বেনজিন, ট্রাই ক্লোরোইথিলিন দূর করতে সহায়তা করে। 

5/7

বোস্টন ফার্ন

Boston Fern

ঘরের দূষিত বাতাস মুক্ত করতে খুব কার্যকর। ফর্মালডিহাইড এবং জাইলিনের মতো দূষণ, বাতাস থেকে দূর করার পাশাপাশি আপনার ঘরের আদ্রতাও ঠিক রাখে।

6/7

স্পাইডার প্ল্যান্ট

Spaider Plant

এই উদ্ভিদটি ফর্মালডিহাইড এবং জাইলিনের মতো দূষক বাতাস থেকে মুক্ত করে পরিবেশকে ফুসফুসের উপযোগী করে তোলে।

7/7

অ্যালোভেরা

Alovera

এই গাছটি প্রত্যেকের বাড়িতেই থাকে, এটি যেমন ত্বকের যত্নে সাহায্য় করে, তেমনই এই গাছ শোয়ার ঘরে রাখলে আপনার ফুসফুস ভালো রাখতে সহায়তা করে। কারণ অ্যালোভেরাও বায়ুদূষণ প্রতিরোধ করে।