Beer খেলে রোগা হওয়া থেকে আয়ু বৃদ্ধি পর্যন্ত হতে পারে! তবে নিয়ন্ত্রণ রেখেই খান

Aug 28, 2021, 13:08 PM IST
1/8

গবেষণায় প্রমাণিত, যাঁরা Beer খায় তাঁদের আয়ু বৃদ্ধি পায়।

Studies have shown that people who eat beer have a longer life expectancy.

অনেকেই মনে করেন বিয়ার খাওয়া একেবারেই ভাল নয়। আবার অনেকের মতে,  বিয়ার খাওয়া শরীরের পক্ষে বেশ ভাল। তবে বিশেজ্ঞদের মতে, বলছেন,  কোনও কিছুই বেশিমাত্রায় উচিত নয়। নিয়ন্ত্রণ রেখে  বিয়ার (Beer) খারাপ জিনিস নয়। গবেষণায় প্রমাণিত, যাঁরা   Beer খায় তাঁদের আয়ু বৃদ্ধি পায়।      

2/8

একসঙ্গে তিনটের বেশি বিয়ার না খাওয়াই ভাল

তবে বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে তিনটের বেশি বিয়ার না খাওয়াই ভাল, সপ্তাহে একদিন বা দু’দিন খাওয়া যেতে পারে। 

3/8

Beer এ কার্বোহাইড্রেটের পরিমাণও থাকে কম

It is better not to eat more than three beers at a time

Beer এ কার্বোহাইড্রেটের পরিমাণও থাকে কম। তাই বিয়ার খেলে শরীরে মেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। 

4/8

বিয়ার কম ক্যালোরিযুক্ত

Beer is low calorie

বিয়ার কম ক্যালোরিযুক্ত, এতে কার্বোহাইড্রেটের পরিমাণও থাকে কম।

5/8

স্ট্রেস কমাতে দারুণ কাজ দেয় Beer

Beer works great to reduce stress

গবেষণায় প্রমাণিত, স্ট্রেস কমাতে দারুণ কাজ দেয় Beer , শরীরকে রিল্যাক্স করতে বিয়ারের থেকে ভাল কিছু নেই। 

6/8

মানসিক চাপ বাড়লে বিয়ার খেলে তা কমে

When stress increases, drinking beer reduces it

 বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ বাড়লে বিয়ার খেলে তা কমে।    

7/8

Beer এ রয়েছে B Vitamins

Beer contains B Vitamins

চিকিৎসকেদের মতে,  হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারে বিয়ার। Beer এ রয়েছে B Vitamins। 

8/8

Beer এর মধ্যে রয়েছে xanthohumol উপাদান যা ক্যানসার প্রতিরোধেও দারুণ কাজ করে

Beer contains xanthohumol which also works well in preventing cancer

 গবেষণায় প্রমাণিত, Beer এর মধ্যে রয়েছে xanthohumol উপাদান যা ক্যানসার প্রতিরোধেও দারুণ কাজ করে।