যা টাকা বাকি আছে সব শোধ করে দেব, মুক্তি দিন আমাকে, বিজয় মালিয়ার আর্জি

May 14, 2020, 13:53 PM IST
1/5

মালিয়ার আবেদন

মালিয়ার আবেদন

একশো শতাংশ ঋণ শোধ করে দেবেন তিনি। তার পরিবর্তে তাঁকে সবরকম আইনি জটিলতা থেকে মুক্তি দিতে হবে। এমনই আর্জি জানিয়েছেন পলাতক লিকার ব্যারেন বিজয় মালিয়া। অর্থাত্, দেশে না ফেরার জন্য এবার নতুন পথ বেছে নিলেন তিনি। 

2/5

মালিয়ার আবেদন

মালিয়ার আবেদন

করোনার আবহে দেশের মানুষের জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ—এর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিজয়া মালিয়া সেই জন্য কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়েছে। সেইসঙ্গে তিনি এটাও বলেছেন, দেশের এই দুঃসময় তিনি সমস্ত ঋণ শোধ করে দিতে চান। 

3/5

মালিয়ার আবেদন

মালিয়ার আবেদন

একটি টুইট করে বিজয় মালিয়া লিখেছেন, দেশের এই দুঃসময়ে সরকার যত ইচ্ছা টাকা ছাপাতে পারে। সেখানে আমার সামর্থ হয়তো খুবই কম। আমি আমার নেওয়া ঋণের টাকার একশো শতাংশ শোধ করে দিতে চাই। কেন আমাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না? আমার থেকে টাকা নিয়ে আইনি মামলা রফাদফা করা হোক। 

4/5

মালিয়ার আবেদন

মালিয়ার আবেদন

নহাজার কোটি টাকার ঋণখেলাপি তিনি। তাঁকে দেশের আনার ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু দেশে যাতে না ফিরতে হয়, সেই জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন মালিয়া। 

5/5

মালিয়ার আবেদন

মালিয়ার আবেদন

গত মাসে তাঁকে ভারতে প্রত্যাপর্ণের আবেদন খারিজ করে দেয় লন্ডনের আদালত। তার পরই মালিয়া এমন আবেদন করে বসলেন।