1/8
টোকিও অলিম্পিক্সে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে মোদীর সাক্ষাৎ
১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে লালকেল্লায় বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোকিও অলিম্পিক্সে যাওয়া ভারতীয় অ্যাথলিটরা। টোকিও থেকে সাতটি পদক নিয়ে নীরজ চোপড়া ও মীরাবাঈ চানু ও পিভি সিন্ধুরা দেশে ফিরেছিলেন। অলিম্পিক্সের ইতিহাসে ভারতের টোকিয়োর পারফরম্যান্সই ছিল শ্রেষ্ঠ। লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর মোদী তাঁর বাসভবনে নীরজ-সিন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। দেশের চ্যাম্পিয়ন অ্যাথলিটদের সঙ্গে নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন মোদী। ক্যাপশন দিলেন "আমাদের চ্যাম্পিয়নদের জন্য গর্বিত"।
2/8
নীরজ চোপড়া
photos
TRENDING NOW
3/8
মীরাবাঈ চানু
টোকিও অলিম্পিক্সে এবার ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন চানু। ইম্ফলের বছর ছাব্বিশের কন্যা কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস লিখেছেন তিনি। মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ৬৯ কেজি বিভাগে। ২১ বছর পর ভারতকে ভারোত্তোলনে পদক এনে দিয়েছেন চানু।
4/8
পিভি সিন্ধু
রিও অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন পিভি সিন্ধু। আর এবার টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছেন ভারতের স্টার শাটলার। সিন্ধু দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সে দ্বিতীয়বার পদক জয়ের কৃতিত্ব গড়েছেন। কুস্তিগীর সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত দক্ষতায় জোড়া অলিম্পিক্স পদক জয়ের নজির গড়েছেন তিনি।
5/8
লভলিনা বড়গোহাঁই
মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে বক্সিংয়ে অলিম্পিক্স পদক এনে দিয়েছেন লভলিনা বড়গোহাঁই। বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিং হাত ধরে। ন'বছর পর ভারতের অলিম্পিক্স পদক এল বক্সিং থেকে। মেরি এবং বিজেন্দ্রর ঝুলিতে এসেছিল ব্রোঞ্জ। লভলিনাও পেয়েছেন ব্রোঞ্জ বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে
6/8
বজরং পুনিয়া
7/8
রবি দাহিয়া
8/8
ভারতীয় হকি দল
photos