‘বিশ্বাসযোগ্য বন্ধু’ মোদী কী উপহার দিলেন জাপানের প্রধানমন্ত্রীকে, দেখে নিন

Oct 28, 2018, 15:56 PM IST
1/5

S 5

S 5

বন্ধুত্বের নিদর্শন স্বরূপ আবেকে ২টি হাতে তৈরি পাথরের বাটি উপহার দেন মোদী। এছাড়াও দেন একটি হাতে তৈরি কার্পেট ও একটি কাঠের বাক্স।

2/5

S 4

S 4

বন্ধুত্বের নিদর্শন স্বরূপ আবেকে ২টি হাতে তৈরি পাথরের বাটি উপহার দেন মোদী। এছাড়াও দেন একটি হাতে তৈরি কার্পেট ও একটি কাঠের বাক্স।

3/5

S 3

S 3

পাথরের বাটি দুটি তৈরি হয়েছে জয়পুরের রোজ ও ইয়ালো স্টোন থেকে। তৈরি করা হয়েছে হাতে। পাথরের ওপরে কাজ করেছেন গুজরাটের খাম্বাত অঞ্চলের বিখ্যাত শিল্পী সাব্বিরসুসেন ইব্রাহিমভাই সেখ। গুজরাটের ওই অঞ্চলটি পাথরের কাজের জন্য বিখ্যাত।

4/5

S 2

S 2

হাতে তৈরি কার্পেটটি তৈরি হয়েছে উত্তরপ্রদেশের মির্জাপুরে। এই কার্পেটে তুলে ধরা হয়েছে ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের ভাবনাকে।

5/5

s 1

s 1

কাঠের যে বাক্সটি উপহার দেওয়া হয়েছে তা আনা হয়েছে যোধপুর থেকে। এটির ওপরে রয়েছে রাজস্থানের ঐতিহ্যশালী কাঠের কাজ।