অতিসাধারণ থেকে অসাধারণ, জন্মদিনে পুরনো ছবিতে দেখুন নমোর উত্থান

Sep 17, 2020, 16:41 PM IST
1/11

নিজস্ব প্রতিবেদন: আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন। গুজরাটের ছোট্ট শহর থেকে দেশের প্রধানমন্ত্রী- এ যেন অতিসাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনি, যা হার মানায় সেলুলয়েডের চিত্রনাট্যকেও। গুজরাটের মেহসানা জেলার বডনগর গ্রামে জন্মেছিলেন মোদী। বাবা দামোদারদাস মোদী, মা হীরাবেন। 

2/11

১৯৬৭ সালের ৩ জুন ঘর ছেড়ে সন্ন্যাসী হওয়ার জন্য বেরিয়েছিলেন নরেন্দ্র মোদী। ঘুরেছেন হিমালয়, ঋষিকেশে। এমনকি গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনেও।

3/11

১৯৭২ সালের ৩ অক্টোবর আরএসএসে সামিল হন প্রধানমন্ত্রী। ১৯৭৩ সালে সভার আয়োজনের দায়িত্ব দেওয়া হয় তাঁকে।  

4/11

১৯৭৮ সালের ৩ জুন মোদী হন বিভাগ প্রচারক। তাঁকে বডোডরার দায়িত্ব দেওয়া হয়। 

5/11

১৯৮০ সালে পুর নির্বাচনে বিজেপিকে জেতান নরেন্দ্র মোদী। 

6/11

১৯৯১ সালে একতা যাত্রা।

7/11

১৯৯৫ সালে ১২১টি আসন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তখন রাজ্যের সংগঠনে সম্পাদক ছিলেন নরেন্দ্র মোদী। 

8/11

১৯৯৮ সালের ৫ জানুয়ারি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক হন মোদী। 

9/11

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় মোদীকে। তারপর থেকে টানা ২০১৪ সাল পর্যন্ত ছিলেন মুখ্যমন্ত্রী। 

10/11

২০১৪ সালে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র দামোদারদাস মোদী।  

11/11

২০১৯ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। একাই ৩০০-র বেশি আসন পায় বিজেপি।