প্রধানমন্ত্রীর ওই ঘোষণার ফলে যারা পিএম কিসানের জন্য আবেদন করেছিলেন তারা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ২০০০ টাকা। শনিবার দেশের ১০.০৯ কোটি কৃষকের জন্য মোট ২০,০০০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী।
photos
TRENDING NOW
3/5
কিসান সম্মান নিধি প্রকল্পের আওতায় দেশের কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা দিয়ে তাকে কেন্দ্র। ওই টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে। সাধারণভাবে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল-জুলাই মাস, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় অগাস্ট-নভেম্বর মাসে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর-মার্চ মাসে।
4/5
২০১৯ সালে পিএম-কিসান প্রকল্প চালু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের পুরো টাকাটাই দেয় কেন্দ্র। মূলত গরিব ও প্রান্তিক চাষিদের সাহায্যর্থেই ওই টাকা দেওয়া হয়।
5/5
বর্তমানে দেশের ১০.০৯ কোটি চাষি পিএম কিসানের টাকা পেয়ে থাকেন। শনিবার ১০তম কিস্তির টাকা দিলেন মোদী। এর আগের কিস্তিগুলিতেওই প্রকল্পের আওতায় মোট ১.৫৮ লাখ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র।