বারাণসীতে আজ শিশুদের সঙ্গে তাঁর জন্মদিন পালন করবেন প্রধানমন্ত্রী

Sep 17, 2018, 08:49 AM IST
1/8

S 8

S 8

সোমবার ৬৮ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদে নয়, এবার প্রধানমন্ত্রী তাঁর জন্মদিন পালন করবেন বারাণসীতে। তাঁর লোকসভা ক্ষেত্রের বিভিন্ন স্কুলের শিশুদের সঙ্গে উদযাপন করবেন এই বিশেষ দিনটি।

2/8

s 7

s 7

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বারণসীতে দলের কর্মকর্তাদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। মনে করা হচ্ছে বারাণসীর জয়াপুর, নাগেপুর ও কাকরাইয়া গ্রামেও যাবেন প্রধানমন্ত্রী। এই তিনটি গ্রামকে দত্তক নিয়েছেন মোদী।

3/8

s 6

s 6

প্রধানমন্ত্রীর জীবনীর ওপরে তৈরি করা একটি ছবিও প্রধানমন্ত্রীর জন্মদিনের উতসবে দেখানো হবে বলে আশা করা হচ্ছে। ছবিটির নাম চলো জিতে হ্যায়।

4/8

S 5

S 5

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, মমতা বন্দ্যোপাধ্যায়, মনোহর পর্রীক্কর, মিস ওয়ার্ল্ড মনুষি চিল্লার প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

5/8

S 4

S 4

অনুপম খের তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, আপনার স্বপ্ন সফল হোক। আপনার সততা, কঠোর পরিশ্রম, মেধা দিয়ে দেশের সেবা করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

6/8

S 3

S 3

অরুণ জেটলি তাঁর বার্তায় লিখেছেন, উদ্যোমী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা। আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।

7/8

S 2

S 2

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভডনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী। একজন চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠার তাঁর জীবনকাহিনী যথেষ্ট রোমাঞ্চকর। ১৯৭১ সালে পূর্ণ সময়ের জন্য আরএসএস কর্মী হিসেবে সংগঠনে যোগ দেন।

8/8

s 1

s 1

২০০১ সালে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ২০১৪ সালে বিপুল ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।