‘পুলিসকে নিয়ে মানুষের খারাপ ধারনা আপনাদেরই পাল্টাতে হবে’, নয়া IPS-দের বার্তা Modi-র

‘সবার আগে দেশ’, নয়া IPS-দের বললেন প্রধানমন্ত্রী।

Jul 31, 2021, 14:50 PM IST
1/6

নয়া IPS-দের মোদীর বার্তা

PM Narendra Modi to IPS probationers

নিজস্ব প্রতিবেদন: নয়া IPS-দের কর্ম জীবনের শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নতুনদের আগামী জীবনের পাঠ পড়ালেন তিনি। ‘সবার আগে দেশ’, দিলেন সেই শিক্ষা।

2/6

IPS-দের মুখোমুখি মোদী-শাহ

Modi and Shah met with IPS

শনিবার হয়দরাবাদের সর্দার বল্লবভাই প্যাটেল পুলিস অ্যাকাডেমির নয়া IPS-দের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলেন মোদী। যেখানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah) এবং স্বরাষ্ট্রম মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।  

3/6

কর্মজীবন নিয়ে IPS-দের মোদীর বার্তা

Modi on IPS official's work

নয়া IPS-দের মোদী (PM Narendra Modi) বলেন, ‘এমন একটা সময়ে আপনারা কর্ম জীবন শুরু করছেন, যখন দেশ সমস্ত ক্ষেত্রে পরিবর্তিত হচ্ছে। মনে রাখবেন আগামী ২৫ বছর তোমাদের কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আগামী ২৫ বছর ভারতের উন্নয়নের সময়।’

4/6

স্বাধীনতার ৭৫তম বর্ষে মোদীর বার্তা

Modi on 75th Indipendence Day

চলতি বছর স্বাধীনতার ৭৫তম বর্ষে পা দেবে ভারত। সেই প্রসঙ্গে যুব IPS-দের উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বার্তা, ‘১৯৩০ থেকে ১৯৪৭ পর্যন্ত একটা লক্ষ্য নিয়ে এগিয়ে গিয়েছিল ভারত। সমগ্র যুব সমাজ একজোট হয়েছিল। আপনাদের থেকেও একই মানসিক জোর আশা করব। তখন স্বরাজের জন্য লড়েছিলাম, এবার আমাদের লক্ষ্য সু-রাজ (good governance)’

5/6

পুলিস নিয়ে মোদীর বার্তা

Modi on Police

বিভিন্ন ক্ষেত্রে পুলিসের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ নানান অভিযোগ করেন। সেই কথা মনে করিয়ে দিয়ে নয়া IPS-দের মোদী (PM Narendra Modi) বলেন, ‘মানুষের মন থেকে পুলিসকে নিয়ে নেতিবাচক ধারনা আপনাদের মেটাতে হবে।’

6/6

Covid যোদ্ধাদের মোদীর শ্রদ্ধা

Nadredra Modi's tritute to Covid19 fighter

অতিমারিতে বুক চিতিয়ে লড়াই করছেন পুলিস কর্মীরা। প্রাণও হারিয়েছেন বহু পুলিস কর্মী। এদিন তাঁদেরও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)