প্রধানমন্ত্রী মুখে 'ঝুট', রাজ্যসভার কার্যবিবরণী থেকে গেল বাদ

Feb 07, 2020, 18:27 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: আরও একবার সংসদের কার্যবিবরণী থেকে বাদ গেল প্রধানমন্ত্রীর ভাষণের একটি শব্দ। 

2/5

জাতীয় নাগরিক পঞ্জিকরণ নিয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, NRR নিয়ে বিরোধীরা 'ঝুট' (মিথ্যা) ছড়াচ্ছে। 

3/5

ঝুট বা মিথ্যা অসাংবিধানিক শব্দ। সে কারণে সেটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

4/5

২০১৮ সালেও মোদীর ভাষণ থেকে বাদ গিয়েছিল একটা শব্দ. বিকে হরিপ্রসাদের প্রসঙ্গে বলতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

5/5

২০১৩ সালে সভার কার্যবিবরণী থেকে বাদ গিয়েছিল মনমোহন সিংয়ের ভাষণের কয়েকটি শব্দ। ততকালীন বিরোধী দলনেতা অরুণ জেটলির ভাষণের কয়েকটি শব্দও অসাংবিধানিক বলে বাদ পড়েছিল।