ভোটকেন্দ্রের ভাঙা ছাদ ঢাকা টিন দিয়ে, বাগুইআটিতে বিক্ষোভ ভোটকর্মীদের

May 18, 2019, 19:17 PM IST
1/4

ভোট করাতে গিয়ে বিপাকে ভোটকর্মীরা। ভোটকেন্দ্রে ভাঙা দরজা - জানলা। অভিযোদ এই গরমে নেই পর্যাপ্ত পাখা। এমনই ভাঙা ছাদ কোনওক্রমে ঢাকা ঢেউটিন দিয়ে। কোনও প্রত্যন্ত গ্রাম নয়, ভোটকর্মীদের এই অভিজ্ঞতা কলকাতা ছোঁয়া বাগুইআটির বাগুইপাড়ায়।

2/4

শনিবার সেখানে পৌঁছে ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের অভিযোগ, বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগুইপাড়া ফ্রি প্রাইমারি স্কুলে চলছিল মেরামতির কাজ। তার মধ্যেই কোনওক্রমে তৈরি করা হয়েছে ভোটকেন্দ্র। একটা - দু'টো নয়, ছ'-ছ'টা। 

3/4

ইতিমধ্যে নির্বাচন কমিশনের পর্যবেক্ষককে অভিযোগ জানিয়েছেন ভোটের আধিকারিকরা। ভোটকেন্দ্রে পর্যাপ্ত স্বাচ্ছন্দ ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। 

4/4

ভোটকর্মীদের দাবি, যে কোনও সময় ভেঙে পড়তে পারে ছাদের চাঙড়। বৃষ্টি হলে ঢুকবে জল। সেক্ষেত্রে তাঁদের ও ভোটযন্ত্রের নিরাপত্তা বিঘ্নিত হবে। পরিস্থিতি বদল না হলে আগামিকাল ভোটগ্রহণে নারাজ তারা।