1/5
S 5
সাতসকালেই বৃষ্টিতে ভিজল রাজধানী। এতে দূষণ কমাতো দূরের কথা আরও ঘন হয়েছে ধোঁয়াশা। লাফিয়ে বাড়ল দূষণের মাত্রাও। গতকাল রাজধানীতে বাতাসে দূষণের গড় মাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪০৭। রবিবার তা ছাপিয়ে গিয়ে হল ৬২৫। এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০ মধ্য থাকলে তাকে সাধারণত স্বাস্থ্যের পক্ষে ভালো বলে মনে করা হয়।
2/5
S 4
photos
TRENDING NOW
3/5
S 3
4/5
S 2
5/5
s 1
দূষণ নিয়ে নাজেহাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এনিয়ে টুইটে কেজরি লিখেছেন, মারাত্মক আকার ধারন করেছে গোটা উত্তরভারতের দূষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। কোনও দোষ ছাড়াই ভুগছেন দিল্লির মানুষ। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও। কেন্দ্রের উচিত এনিয়ে এক্ষুনি পদক্ষেপ নেওয়া।
photos