চুপি চুপি বিয়ে সেরে ফেললেন পূজা বাত্রা-নবাব শাহ?

Jul 12, 2019, 13:25 PM IST
1/5

চুপিসারে বিয়ে সেরে ফেললেন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল তথা অভিনেত্রী পূজা বাত্রা ও অভিনেতা নবাব শাহ। চূড়া পরে ভিডিয়ো শেয়ার করেছেন পূজা।

2/5

দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন পূজা ও নবাব।

3/5

প্রায়ই সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে ছবি শেয়ার করেন দুজন। 

4/5

ইদে পূজার সঙ্গে ছবি শেয়ার করে সম্পর্কের কথা স্বীকার করেন নবাব।

5/5

এর আগে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন পূজা। 'বিরাসত' ও 'ভাই' ছবিতে অভিনয় করেছেন পূজা। নবাবকে দেখা গিয়েছে 'ডন ২', 'ভাগ মিলখা ভাগ', 'মুসাফির', 'লক্ষ্য', 'দিলওয়ালে' ছবিতে।