১লা এপ্রিল সবাইকে ‘ফুল’ বানিয়ে চলে গিয়েছিলেন ‘বালিকা বধূ’ প্রত্যুষা ব্যানার্জি
Apr 01, 2018, 10:38 AM IST
1/10
pratyusha 10
২০১৬-র ১ এপ্রিল। বোকা বানানোর দিনে সবাই যখন একে অপরকে বোকা বানাতে ব্যাস্ত, তখনই শোনা গেল নিজের অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেছেন ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি।
2/10
pratyusha 9
শুরুতে সবাই খবরটাকে ‘এপ্রিল ফুল’-র মজা মনে করলেও, খানিক পরেই মর্মান্তিক সেই খবরটিই সত্য বলে প্রমাণিত হয়।
photos
TRENDING NOW
3/10
pratyusha 8
কেউ বিশ্বাসই করতে পারছিলেন না ‘বালিকা বধূ’-র সেই আনন্দী কীভাবে মাত্র ২৪ বছর বয়সে সবাইকে ছেড়ে এভাবে চলে যেতে পারল!
4/10
pratyusha 7
জামশেদপুরের বাঙালি পরিবারের মেয়ে প্রত্যুষা। বাবা শঙ্কর এবং মা সোমার একমাত্র মেয়ে। চোখে অনেক স্বপ্ন। তাই খুব কম বয়সে শুধুমাত্র অভিনয়ের টানেই জামশেদপুর ছেড়ে মুম্বই চলে আসেন তিনি।
5/10
pratyusha 6
জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’-র হাত ধরে কেরিয়ারের শুরু থেকেই সাফল্যের চূড়োয় পৌঁছতে থাকেন উদীয়মান অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি।
6/10
pratyusha 5
এরপর একে একে বিভিন্ন টিভি সিরিয়াল এবং শো-তে দেখা যায় তাঁকে। বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ৭’-এও অংশহগ্রহণ করেন এবং বিপুল জনপ্রিয়তা পান তিনি।
7/10
pratyusha 4
এখানেই শেষ নয়, প্রত্যুষা ব্যানার্জির ঝুলিতে রয়েছে বহু পুরস্কারও। কখনও গোল্ডেন পেটাল অ্যাওয়ার্ডস তো কখনও বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস।
8/10
pratyusha 3
কম বয়সে সাফল্য পাওয়ার উদাহরণ হয়ে গিয়েছিলেন তিনি। মাত্র ২৪ বছরের জীবনেই প্রত্যুষা ব্যানার্জি যে সাফল্য পেয়েছেন, তা বহু বছর অভিনয় করেও বহু অভিনেতা পান না।
9/10
pratyusha 2
নাচ, গান, অভিনয়, সবেতেই সমান পারদর্শী ছিলেন তিনি।
10/10
pratyusha 1
জীবন শেষ হয়ে গেলেও তিনি যে ভক্তদের মনে আজও থেকে গিয়েছেন, এটাই তো একজন অভিনেতার জীবনের সবথেকে বড় পাওনা। যেখানেই থাকুন, ভালো থাকুন প্রত্যুষা।