LPG Price Hike: বাজেট পেশের আগেই ১৮ টাকা বাড়ল এলপিজি সিসিন্ডারের দাম

Feb 01, 2024, 09:06 AM IST
1/5

আজ সংসদ অন্তর্বর্তিকালীন বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগেই বাড়ল চিন্তা। বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ১৮ টাকা।  

2/5

বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের কার্যকরী দাম হল ১৮৮৭ টাকা। দাম বাড়ল ১৮ টাকা।

3/5

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন হারে বেড়েছে। কলকায়ায় যেমন বেড়ে ১৮ টাকা তেমনি দিল্লিতে সিলিন্ডারপিছু দাম বেড়েছে ১৪ টাকা। মুম্বইয়ে এই দাম বেড়েছে ১৫ টাকা। অন্যদিকে, চেন্নাইয়ে বেড়েছে ১২.৫ টাকা।

4/5

ইন্ডিয়ান ওয়েলের তরফে জানানো হয়েছে কলকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ১৮৮৭ টাকা। আগে ওই দাম ছিল ১৮৬৯ টাকা।

5/5

মুম্বইয়ে ওই ১৯ কেজি সিলিন্ডারের দাম পড়ছে ১৭২৩.৫০ টাকা। গত মাসে তা ছিল ১৭০৮.৫০ টাকা। চেন্নাইয়ে নতুন দাম হল ১৯৩৭ টাকা।