জোনাস ব্রাদার্স'-এর কনসার্টে প্রিয়াঙ্কা চোপড়ার এই গাউনের দাম কত জানেন?

Jan 02, 2020, 20:37 PM IST
1/10

২০২০র বর্ষবরণ উপলক্ষে মিয়ামি কনসার্ট করতে দেখা যায় জোনাস ব্রাদার্সকে (নিক জোন, কেভিন জোনাস ও জো জোনাসের গানের ব্র্যান্ড)

2/10

জোনাস ব্রাদার্সের কনসার্টে হাজির ছিলেন নিক, কেভিন ও জো জোনাসের স্ত্রী প্রিয়াঙ্কা, সোফি ও ড্যানিয়েলকে। 

3/10

ইতিমধ্যে মিয়ামিতে জোনাস ব্রাদার্সের কনসার্টের নানান ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। 

4/10

কনসার্টে দুই জা সোফি ও ড্যানিয়েলের সঙ্গে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। 

5/10

গোপালি গাউনে প্রিয়াঙ্কাকে এদিন বেশ দেখাচ্ছিল। 

6/10

কানসার্ট শেষে প্রিয়াঙ্কার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা যায় নিককে। 

7/10

তবে জোনাস ব্রাদার্সের কনসার্টে প্রিয়াঙ্কা এই গোলাপি গাউনের দাম শুনলে চমকে যাবেন। 

8/10

প্রিয়াঙ্কার ভি নেক গোলাপি গাউনের দাম ৮৯৫ ($) ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ৬৩,৮৮৬ টাকা। 

9/10

প্রিয়াঙ্কার এই পোশাকের মূল্যে  (৬৩,৮৮৬ টাকা) আপনি জোনাস ব্রাদার্সের একাধিক কনসার্টের টিকিট কিনে নিতে পারবেন। 

10/10

তবে এই প্রথম নয়, এর আগেও জোনাস ব্রাদার্সের কনসার্টে হাজির থাকতে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে।