‘খুব কম মানুষেরই এরকম সাহস থাকে’, ইস্তফা নিয়ে রাহুলের পাশে প্রিয়ঙ্কা

Jul 04, 2019, 11:27 AM IST
1/5

S 5

S 5

কংগ্রেসের সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। প্রিয়ঙ্কার দাবি, খুব কম মানুষেরই এরকম সাহস থাকে।

2/5

S 4

S 4

বুধবার নিজের পদত্যাগের কথা টুইটারে চিঠি লিখে জানিয়েছেন রাহুল গান্ধী। ওই চিঠিতে রাহুল লিখেছেন, হারের দায় নিতে হবে কংগ্রেসকে। দলকে টেনে তুলতে দলে অনেক বদল করতে হবে।

3/5

S 3

S 3

ওই চিঠির পর দলের সভাপতির পদ থেকে ইস্তফার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এরপরই টুইট করে দাদার পাশে দাঁড়ান প্রিয়ঙ্কা।

4/5

S 2

S 2

প্রিয়ঙ্কা লেখেন, তোমার এই সিদ্ধান্তের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। তুমি যা করেছ তা খুব কম মানুষই করার সাহস দেখাতে পারে।

5/5

s 1

s 1

উল্লেখ্য, রাহুলের এর এবার কে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এখনও পর্যন্ত যা খবর তাতে মল্লিকার্জুন খড়গে বা সুশীল কুমার শিন্ডে দলের সভাপতি হতে পারেন। তবে গান্ধী পরিবারের কেউ যে আর ওই দায়িত্বে আসছেন না তা বেশ খানিকটা নিশ্চিত।