পুজোর পর বাংলায় 'পৌষ মাস'; প্রো-কবাডি লিগে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলা

Oct 19, 2019, 23:57 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন ধরে বাংলার জন্য বেশ ভালোই যাচ্ছে।   সৌরভ গঙ্গোপাধ্যায় হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। অর্থনীতিতে নোবেল জিতেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রো-কবাডি লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হল বেঙ্গল ওয়ারিয়র্স। সপ্তম সংস্করণে হাতে এল ট্রফি।       

2/5

শনিবার আমদাবাদে বেঙ্গল ওয়ারিয়র্স ৩৯-৩৪ ফলে হারাল দাবাং দিল্লিকে। প্রো কবাডি লিগের সপ্তম সংস্করণে প্রথমবার ফাইনালে উঠেছিল দুটি দল।

3/5

প্রথম দিকে দিল্লির থেকে ৮ পয়েন্টে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় বেঙ্গল ওয়ারিয়র্স।    

4/5

কাঁধের হাড় সরে যাওয়ায় ফাইনালে নামতে পারেননি বেঙ্গল ওয়ারিয়র্স অধিনায়ক মনিন্দর সিংহ। ফাইনালে বাংলার ফ্রাঞ্চাইজি দলকে নেতৃত্ব দেন মহম্মদ নবীবকশ।

5/5

মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, সপ্তম সিজনে জেতার জন্য বেঙ্গল ওয়ারিয়র্সকে অনেক অভিনন্দন। বাংলা তোমাদের জন্য গর্বিত।