Puja Weather Update: পণ্ড বাঙালির সবচেয়ে বড় উৎসব! মহালয়ায় তো হচ্ছেই, দুর্গাপুজোতেও বৃষ্টি জারি...
Durga Puja Weather | Puja Rain Update: বাঙালির আবহাওয়া-কৌতূহলে শেষ পেরেকটি পুঁতে দিল আলিপুর আবহাওয়া দফতর। মহালয়ায় বৃষ্টি হবে আগেই বলা হয়েছিল, এবার তারা জানাল দুর্গাপুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে।
সন্দীপ প্রামাণিক: 'হৃদি ভেসে যায় অলকানন্দ-জলে' পর্যন্ত বাঙালি তবু কোনও রকমে কষ্টেসৃষ্টে বুক বেঁধে মেনে নিতে পারে হয়তো, তাই বলে পুজো ভেসে যাবে বিপুল বৃষ্টিজলে? না, সেটা তার পক্ষে বড়ই কঠিন। অথচ, সেই কঠিন পরীক্ষাতেই বসতে চলেছে বাঙালি। কেননা, এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে পুজো ভাসবে বৃষ্টিতে। আগের পূর্বাভাসে বলা হয়েছিল, মহালয়ায় বৃষ্টি হবে। এবার বাঙালির আবহাওয়া-কৌতূহলে শেষ পেরেকটি পুঁতে দিল আলিপুর আবহাওয়া দফতর।
1/7
বৃষ্টিপাত বাড়বে
2/7
নিম্নচাপ অক্ষরেখা
photos
TRENDING NOW
3/7
দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। আজ, বৃহস্পতিবার যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি চলবে। আগামীকাল, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি কমবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হবে। (তথ্য: সন্দীপ প্রামাণিক)
4/7
বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি
5/7
হালকা থেকে মাঝারি বৃষ্টি
6/7
ভারী বৃষ্টি
7/7
পুজোতেও বৃষ্টি
photos