পুলওয়ামা হামলা: আরডিএক্স নয়, সার তৈরির রাসায়নিক ব্যবহার করেছিল জইশ
পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে হামলার ঘটনায় ব্যবহার করা হয়নি আরডিএক্স। নিরাপত্তার বেড়াজাল এড়াতেই এমনটা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা।
প্রাথমিক তদন্তে ধারনা, সার তৈরির রাসায়নিক ব্যবহার করেছে জঙ্গিরা। পেরেক ও লোহার টুকরো ব্যবহার করা হয়েছে।
পঞ্জাব ও হরিয়ানায় বিক্রি হয়েছে সার তৈরির রাসায়নিক। ফলে এটি সহজলভ্য। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূরেও শোনা গিয়েছে শব্দ।
এদিন ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করেছে এনআইএ ও এনএসজি-র বিশেষজ্ঞ দল। বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
মনে করা হচ্ছে, আরডিএক্স জাতীয় বিস্ফোরক বাইরে থেকে আনলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আর সে কারণেই ব্যবহার করা হয়েছিল সার তৈরির রাসায়নিক।
বৃহস্পতিবার পুলওয়ামায় সেনা কনভয়ে গাড়ি নিয়ে হামলা চালায় জইশ-এ-মহম্মদের জঙ্গি আদিত। ঘটনায় শহিদ হয়েছেন ৪৪জন জওয়ান।