পুলওয়ামায় কীভাবে কনভয়ে বিস্ফোরণ, এনআইএর তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Feb 22, 2019, 15:30 PM IST
1/5

S 5

S 5

পুলওয়ামায় বিস্ফোরণস্থলে তদন্ত করতে গিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেল এনআইএ। ঘটনাস্থল থেকে একটি গাড়ির চেসিস নম্বর উদ্ধার করেছেন গোয়েন্দারা।

2/5

S 4

S 4

এনআইএ সূত্রে খবর, ওই চেসিস নম্বর সম্পর্কে খোঁজ খবর করতে গিয়ে গোয়েন্দারা জানতে পেরেছেন, সেটি অন্য একটি গাড়ির। ওই নম্বর নকল করেই ঘাতক গাড়ির কাগজপত্র তৈরি করা হয়েছিল।

3/5

S 3

S 3

গোয়েন্দাদের দাবি, আত্মঘাতী গাড়ির স্টিয়ারিংয়ের সঙ্গে বিস্ফোরণের ট্রিগার ফিট করা হয়। সিআরপিএফের কনভয়ে ধাক্কা মারার পরই ফিদায়েঁ জঙ্গি ট্রিগারে চাপ দিয়ে দেয়।

4/5

S 2

S 2

ঘাতক গাড়ির ভেতরে বিস্ফোরক মজুত করা হয়েছিল ২৫ লিটারের জেরিকেনে। এই ধরনের আরও কয়েকটি জেরিকেন গাড়িতে রাখা হয়েছিল।

5/5

s 1

s 1

বিস্ফোরণের তীব্রতা বাড়াতে আরডিএক্সের সঙ্গে ব্যবহার করা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট। এই ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে ব্যবহার করা হয়। কাশ্মীরের এই বিস্ফোরক ব্যবহার করা হয়। রাজ্যের কোন খাদানে কত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট গিয়েছে তা খতিয়ে দেখেছেন গোয়েন্দারা।