Charanjit Singh Channi: এই প্রথম! পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কুর্সিতে দলিত-শিখ, কে এই চরণজিৎ সিং চান্নি?

Sep 20, 2021, 08:48 AM IST
1/7

চরণজিৎ সিং চান্নি

MLA Charanjit Singh Channi

পাঞ্জাবের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনও দলিত-শিখ বসতে চলেছে মুখ্যমন্ত্রীর কুর্সিতে। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ইস্তফার পর কংগ্রেস চরণজিৎ সিংকেই বেছে নিয়েছে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে৷   

2/7

চরণজিৎ সিং চান্নি

MLA Charanjit Singh Channi

সর্বসম্মতিক্রমে দলিত শিখ নেতা চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী পদে আসীন করা হবে বলে খবর৷ ৫৮ বছরের কংগ্রেস নেতা চামকৌর সাহিব থেকে তিনবার বিধায়কও হয়েছেন৷ 

3/7

চরণজিৎ সিং চান্নি

MLA Charanjit Singh Channi

কানাঘুষো এও শোনা গিয়েছে যে নেতারা পাঞ্জাবে নেতৃত্ব পরিবর্তনের জন্য কংগ্রেস হাইকমান্ডের উপর চাপ দিচ্ছিলেন তাঁদের মধ্যে চরণজিৎ সিং চান্নিও ছিলেন। 

4/7

চরণজিৎ সিং চান্নি

MLA Charanjit Singh Channi

আজই বেলা ১১টায় রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীপদে শপথ নেবেন চরণজিৎ। সর্বোচ্চ এই পদ পাওয়ার আগে রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী ছিলেন তিনি।

5/7

চরণজিৎ সিং চান্নি

MLA Charanjit Singh Channi

২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। ২০১৭ সালের মার্চ মাসে তিনি ক্যাপ্টেন অমরিন্দর সিংহর মন্ত্রিসভায় আসেন।

6/7

চরণজিৎ সিং চান্নি

MLA Charanjit Singh Channi

তবে চরণজিৎ সিংয়ের বিরুদ্ধে মিটু-এর অভিযোগও রয়েছে৷ আইএএস এক মহিলাকে আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চলতি বছরের মে মাসে পাঞ্জাবের মহিলা কমিশন নোটিস পাঠালে ফের বিষয়টি সামনে আসে।  

7/7

চরণজিৎ সিং চান্নি

MLA Charanjit Singh Channi

কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে সিধু, জাখড়, সুখবিন্দর সিংহ রান্ধওয়া সহ বেশ কয়েকটি নাম উঠে এলেও শেষমেশ চরণজিৎ সিংয়ের নামেই সিলমোহর পড়ে।