পুরুলিয়াবাসীর মেলবন্ধনের আরেক নাম রোহনী উৎসব, দেখুন ছবিতে

May 28, 2019, 14:06 PM IST
1/8

প্রতিবছরের মতো এবছরও রোহনী উৎসবে মাতল পুরুলিয়াবাসী। ১৩ জৈষ্ঠ থেকেই পুরুলিয়া জেলায় পালিত হচ্ছে এই উৎসব।

2/8

কী এই রোহনী উৎসব? এই বিশেষ দিনেটিতে ভাবে আমন ধান চাষের জন্য বীজধান রেখে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। আর সেই পরবই হল পুরুলিয়ার রোহনী উৎসব।

3/8

এদিন বাগতী,বাউরি, মাহাত,কোড়া,মুদি সম্প্রদায়ের মানুষেরা উপোস করে পুকুরে স্নান সেরে ধানের বীজ মাথায় নিয়ে মাঠে গিয়ে ধানের চারার জন্য বীজ রাখার কাজ শুরু করেন।

4/8

পাশাপাশি নিজের বাড়িতে হাঁস, ভেড়া, পায়রা ইত্যাদি বলি দিয়ে পুজো করেন দেবতার উদ্দেশে।

5/8

গ্রামবাসীরা বাড়ির দেওয়ালে গোবরের প্রলেপ দিয়ে গন্ডি এঁকে দেন। প্রথা অনুযায়ী সূর্য উঠার আগেই সারতে হয় এই কাজ। 

6/8

তাঁদের বিশ্বাস গোবরের গন্ডি আঁকার কারণে কুনজর, বিষাক্ত পোকা-মাকড় থেকে রক্ষা পাবে বাড়ি। 

7/8

এদিন সকাল সকাল গ্রামের ছোট ছেলেরা বিশেষ সাজে সেজে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে রোহনীর গান গেয়ে বাড়ি বাড়ি যায়।

8/8

সবমিলিয়ে এই লোকউৎসব গ্রামীন মানুষের কাছে ঐতিহ্য আর বিনোদনের মেল বন্ধন।