অধিনায়কত্বে বড় ভুল! অশ্বিনকে সমর্থকদের খোঁচা, 'ধর্মের কল বাতাসে নড়ে'

| Mar 28, 2019, 17:44 PM IST
1/5

অশ্বিনকে ট্রোল করলেন সমর্থকরা

অশ্বিনকে ট্রোল করলেন সমর্থকরা

বাটলারকে মাঁকড়ীয় আউট করার পর থেকে সমালোচনায় বিদ্ধ আর অশ্বিন। তার উপর আইপিএলের দ্বিতীয় ম্য়াচে নেমে কলকাতার বিরুদ্ধে খারাপ ক্যাপ্টেন্সির জন্য ট্রোলড হলেন অশ্বিন। 

2/5

অশ্বিনকে ট্রোল করলেন সমর্থকরা

অশ্বিনকে ট্রোল করলেন সমর্থকরা

কলকাতার বিরুদ্ধে অশ্বিনের পারম্যান্স ছিল খুবই খারাপ। চার ওভারে ৪৭ রান দিয়েছিলেন তিনি। 

3/5

অশ্বিনকে ট্রোল করলেন সমর্থকরা

অশ্বিনকে ট্রোল করলেন সমর্থকরা

তাঁর পারফরম্য়ান্সের থেকেও বেশি সমালোচিত হল ক্যাপ্টেন্সি। ১৬.৫ ওভারে কলকাতা তখন ১৬১-৩। ভয়ঙ্কর হয়ে ওঠা আন্দ্রে রাসেলকে বোল্ড করেন মহম্মদ শামি। কিন্তু তৃতীয় আম্পায়ার ফিরিয়ে আনেন রাসেলকে। 

4/5

অশ্বিনকে ট্রোল করলেন সমর্থকরা

অশ্বিনকে ট্রোল করলেন সমর্থকরা

এর পরই আম্পায়ার কারণ জানান। দেখা যায়, সার্কেল-এর ভিতর যেখানে চারজন ফিল্ডার থাকার কথা সেখানে রয়েছে তিন জন। অশ্বিনের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠে যায়। 

5/5

অশ্বিনকে ট্রোল করলেন সমর্থকরা

অশ্বিনকে ট্রোল করলেন সমর্থকরা

এর পরই সমর্থকরা অশ্বিনকে ট্রোল করতে শুরু করেন। সবার বক্তব্য মোটামুটি একই। ধর্মের কল বাতাসে নড়ে। বাটলারকে ওভাবে আউট করার জন্যই অশ্বিনকে কৃতকর্মের ফল ভোগ করতে হল। বললেন সমর্থকরা।  Ashwin this is what you call karma #IPL12 #KKRvsKXIP — Alexandra Hartley (@AlexHartley93) March 27, 2019 See Ashwin looking so frustrated after russel getting saved because of law of cricket. Karma hits back.#KKRvKXIP pic.twitter.com/DERDQHq20e — Gowthaman (@Gowthaman_Rockz) March 27, 2019 Poor captaincy#KKRvKXIP #Ashwin pic.twitter.com/fC16qWQL23 — Sujit_w_patil (@sujit_w_patil) March 27, 2019