R G Kar Protest Rally: মঙ্গলেই চিকিত্সকদের মিছিল, বিশেষ নির্দেশ কলকাতা হাইকোর্টের...
R G Kar Protest Rally: আগামী ১লা অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত চিকিৎসকদের মিছিলে অনুমতি দিলেন কলকাতা হাইকোর্ট। রইল কয়েকটি শর্ত।
1/10
মঙ্গলেই মিছিল
2/10
মঙ্গলেই মিছিল
photos
TRENDING NOW
3/10
মঙ্গলেই মিছিল
'মিছিলে করতে অনুমতি দিয়েছে। যদি ৫০ থেকে ৬০ মিটারের মধ্যে ১৪৪ থাকে তাহলে মিছিল সেই নিয়ম ভঙ্গ করছে না', বললেন ডাক্তারদের আইনজীবী। 'পুলিশ লোক কমাতে বলছে। কিন্তু কত মানুষ আসবে সেটা বলা যায় না। সাধারণ মানুষ যোগদান করবে। যদি গোটা শহর মানুষ নামে কি করব? নিয়ন্ত্রণ করব কি করে?' বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
4/10
মঙ্গলেই মিছিল
রাজ্য বলছে ১০০০ মানুষ। কিন্তু অনেক মানুষ নামলে কি করবেন? গোটা শহর যদি প্রতিবাদে নামে তাহলে কি করবেন? রাজ্যের উদ্দেশ্যে বলেন বিচারপতি। এটা পথ আছে যারা মিছিল ডেকেছেন তারা আর নগরপাল কথা বলে দেখতে পারে। তাছাড়া শান্তিপূর্ণ মিছিল করতে আটকাতে পারবে না। নগরপাল ও বারণ করতে পারবে না, বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
5/10
মঙ্গলেই মিছিল
6/10
মঙ্গলেই মিছিল
7/10
মঙ্গলেই মিছিল
8/10
মঙ্গলেই মিছিল
9/10
মঙ্গলেই মিছিল
10/10
মঙ্গলেই মিছিল
পুজোর আয়োজকরা কি বলে যে কত মানুষ আসবে? বলে আদালত। রাজ্য সরকারের দাবি দেশপ্রিয় পার্কের পুজো বন্ধ করতে হয়েছিল। প্রত্যুত্তরে আদালত বলে, শান্তিপূর্ণ মিছিল প্রতিবাদ গনতন্ত্রের একটা পার্ট। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পুলিশ থাকতে হবে। তারা দূরেই থাকুক। ডাক্তাররা নিজেরা দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণ মিছিল করে দেখাবে।
photos