R Madhavan: দেশের হয়ে ৫টি সোনা জয় বেদান্তর, গর্বিত বাবা মাধবন জানালেন সুখবর...

R Madhavan's son Vedaant: মালয়েশিয়া ইনভিটেশনাল এজ গ্রুপ সাঁতার চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে পদক জিতেছেন আর মাধবনের ছেলে বেদান্ত। নেটপাড়ায় এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই অনেকেই মাধবন এবং সরিতাকে অভিনন্দন জানিয়েছেন তাঁদের ছেলের এই কৃতিত্বের জন্য। শুভেচ্ছা প্রেরকের মধ্যে রয়েছেন অভিনেতা সুরিয়া এবং অভিনেত্রী রাজনীতিবিদ খুশবু সুন্দর, অভিনেত্রী লারা দত্ত।

| Apr 18, 2023, 15:24 PM IST
1/7

গর্বিত বাবা মাধবন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি মালয়েশিয়া ইনভিটেশনাল এজ গ্রুপ সাঁতার চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে পদক জিতেছেন আর মাধবনের ছেলে বেদান্ত।  

2/7

গর্বিত বাবা মাধবন

সম্প্রতি ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন অভিনেতা-পরিচালক। তিনি তাঁর ছেলে এবং স্ত্রী সরিতা বিরজের ছবিও পোস্ট করেছেন।  

3/7

গর্বিত বাবা মাধবন

অনেকেই মাধবন এবং সরিতাকে অভিনন্দন জানিয়েছেন তাঁদের ছেলের এই কৃতিত্বের জন্য। শুভেচ্ছা প্রেরকের মধ্যে রয়েছেন অভিনেতা সুরিয়া এবং অভিনেত্রী রাজনীতিবিদ খুশবু সুন্দর, অভিনেত্রী লারা দত্ত।    

4/7

গর্বিত বাবা মাধবন

ছবিতে দেখা যাচ্ছে বেদান্ত ভারতের পতাকা ও পদক নিয়ে পোজ দিচ্ছেন।  

5/7

গর্বিত বাবা মাধবন

বেদান্তের হাতে থাকা পদকগুলির একটি ক্লোজ ছবিও ছিল।  

6/7

গর্বিত বাবা মাধবন

মাধবন ক্যাপশনে লিখেছেন, ‘ভগবানের কৃপায় বেদান্ত কুয়ালালামপুরে এই সপ্তাহান্তে অনুষ্ঠিত মালয়েশীয় আমন্ত্রণমূলক বয়স গ্রুপ চ্যাম্পিয়নশিপে ২টি PB নিয়ে ভারতের জন্য ৫টি সোনা (৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার এবং ১৫০০ মিটার) পেয়েছে।’  

7/7

গর্বিত বাবা মাধবন

মাধবন ধন্যবাদ জানিয়েছে প্রদীপ স্যারকে। পাশাপাশি লিখেছেন তিনি অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত।