Remembering Rabi Ghosh: রবির দ্যুতিতে চির-উজ্জ্বল এই সব চরিত্র...
Remembering Rabi Ghosh: বিশিষ্ট নাট্যভিনেতা। বিশিষ্ট ফিল্মাভিনেতাও। ফিল্মের নিরিখে তাঁকে চরিত্রাভিনেতাই বলা যায়, তবে তিনি কমেডিয়ান হিসেবে রুপোলি পর্দায় এত আলো ছড়িয়েছেন যে, তাঁর নামের পাশে কৌতুকাভিনেতা তকমাটি চেপে বসেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক বিশিষ্ট নাট্যভিনেতা। বিশিষ্ট ফিল্মাভিনেতাও। ফিল্মের নিরিখে তাঁকে চরিত্রাভিনেতাই বলা যায়, তবে তিনি কমেডিয়ান হিসেবে রুপোলি পর্দায় এত আলো ছড়িয়েছেন যে, তাঁর নামের পাশে কৌতুকাভিনেতা তকমাটি চেপে বসেছে। গুরুত্বপূর্ণ রোলে যেমন বহু কাজ করেছেন, তেমনই অসংখ্য ছবিতে বহু ছোট ছোট ভূমিকায় কাজ করেছেন। বাংলা ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়-পরবর্তী যুগের এক অনন্য কৌতুকাভিনেতা হিসেবে স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি।
1/6
এক বর্ণময় অভিনয়-যাত্রার শুরু
2/6
'গল্প হলেও সত্যি'
১৯৫৯ সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘আহবান’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেন রবি ঘোষ। পরে ওই বছরেই তপন সিনহার 'হাঁসুলীবাঁকের উপকথা'। তবে রবি ঘোষের ফিল্মি জীবনে তপন সিনহার 'গল্প হলেও সত্যি' আক্ষরিক অর্থেই 'গ্রেট ব্রেক থ্রু'। এই ছবিটি রবি ঘোষের নিজের জীবনেও খুব গুরুত্বপূর্ণ ছিল। এই ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই তিনি বাংলা ছবির দর্শকের মনের মণিকোঠায় চিরতরে ঠাঁই পান।
photos
TRENDING NOW
3/6
'গুপী গাইন বাঘা বাইন'
4/6
'অরণ্যের দিনরাত্রি'
6/6
মুক্তখচিত অভিনয়
photos