করোনার সচেতনতায় এবছর মুখ্যমন্ত্রীর লেখা গানে হল কবিপ্রণাম

May 08, 2020, 17:42 PM IST
1/4

দঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে'- করোনা আবহে রবীন্দ্রজয়ন্তীতে গান গাইলেন মুখ্যমন্ত্রী। করোনা-পরিস্থিতির মধ্যে লকডাউন বিধি মেনেই রবীন্দ্রজয়ন্তী পালন করল রাজ্য সরকার।

2/4

শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে বরাবরের মতো রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে কবিপ্রণাম হয় একেবারেই অনাড়ম্বর ভাবে। পাশাপাশি প্রতি জেলায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে করোনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সচেতনতা-গান ব্যবহার করে ‘কবিপ্রণাম’ কর্মসূচি পালিত হয়

3/4

ক্যাথিড্রাল রোডে বিনা জনসমাগমেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন বিধি মেনে রাজ্যের ১৬ জন শিল্পী নিজের নিজের বাড়ি থেকে গান গান

4/4

জ্ঞানবন্ত সিংহের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি জেলা এবং কমিশনারেটে কবিপ্রণাম কর্মসূচি পালন করা হয়। রবীন্দ্রনাথের কাট-আউট নিয়ে ছোট একটি করে ট্যাবলো ব্যবহার করা হয়। নির্বাচিত কিছু রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয় ওই ট্যাবলোর সঙ্গে। পাশাপাশি,  করোনাভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সচেতনতা-গানটিও ব্যবহার করা হয়