Rachana Banerjee: 'যেখানেই রামের পুজো হচ্ছে, আমি সেখানে গিয়েই মাথা ঠেকিয়ে এসেছি'

Apr 17, 2024, 16:35 PM IST
1/5

রচনার রামনবমী পালন

Rachana Celebrates Ram Navami

বিধান সরকার: রাম কবে বিজেপির হল? রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি সকলের! ভদ্রেশ্বরের হনুমান মন্দিরে পুজো দিয়ে বললেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 

2/5

রচনার রামনবমী পালন

Rachana Celebrates Ram Navami

চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ক্ষ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে আজ প্রচার শুরু করেন রচনা। সেখান থেকে ১৯, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডেও পুজো দেন ও জনসংযোগ করেন রচনা। 

3/5

রচনার রামনবমী পালন

Rachana Celebrates Ram Navami

প্রচন্ড গরমের মধ্যেও বিভিন্ন এলাকায় চলে তার প্রচার। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন, সব মন্দিরে ঘুরে পুজো দিচ্ছি। রচনার কথায়, রাম সীতা লক্ষ্মণ হনুমানজি সকলের। 

4/5

রচনার রামনবমী পালন

Rachana Celebrates Ram Navami

এটা বিজেপির কবে থেকে হল? এরা সবার। আমরা সব ঠাকুরকে পুজো করি। লক্ষ লক্ষ ভগবান ভারতবর্ষে। রাম সীতা লক্ষণ হনুমানজিরও পুজো করি। বলেন রচনা।

5/5

রচনার রামনবমী পালন

Rachana Celebrates Ram Navami

তারপরই তিনি বলেন, যেখানে যেখানে রামের পুজো হচ্ছে, আমি সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে এসেছি। বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড গরমের মধ্যেও যারা আমাকে আশীর্বাদ করছে তাদের ধন্যবাদ জানাই।