1/5
পাণ্ডিয়ার পাশে এবার রাহুল দ্রাবিড়
2/5
পাণ্ডিয়ার পাশে এবার রাহুল দ্রাবিড়
বিসিসিআই-এর তরফেও এই দুজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আপাতত দুজনেই বোর্ডের নির্দেশে নির্বাসনে রয়েছেন। কবে ফিরবেন, তা নিয়েও কোনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তবে গোটা ঘটনা যেদিকে এগোচ্ছে তাতে পাণ্ডিয়া-রাহুলের আইপিএল ভবিষ্যত কার্যত অনিশ্চিত হয়ে পড়ছে। ভারতীয় ক্রিকেটের একাংশ বলছে, ২০১৯ বিশ্বকাপেও হয়তো খেলতে পারবেন না পাণ্ডিয়া।
photos
TRENDING NOW
3/5
পাণ্ডিয়ার পাশে এবার রাহুল দ্রাবিড়
4/5
পাণ্ডিয়ার পাশে এবার রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড় এক সাক্ষাত্কারে বলেছেন, ''এমন তো নয় যে অতীতে কখনও কোনও ক্রিকেটার ভুল করেনি। আবার এমনও নয় যে ভবিষ্যতে আর কোনও ক্রিকেটার কোনও ভুল করবেন না! আমরা সর্বোতভাবে চেষ্টা করি যুবসমাজকে সুশিক্ষিত করে তোলার জন্য। কিন্তু তার পরও ওরা যে ভুল করবে না, এমন নিশ্চয়তা থাকে না। তাই একটা ব্যাপার নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না হওয়াই ভাল।''
5/5
পাণ্ডিয়ার পাশে এবার রাহুল দ্রাবিড়
দ্রাবিড় আরও বললেন, ''এর আগেও এমন কাণ্ড হয়েছে। এখন সবাই হয়তো সেসব ভুলে গিয়েছেন। তবে আমরা এই ধরণের ঘটনাকে প্রশ্রয় দিতে পারি না। আমি কর্নাটকে খেলার সময় সিনিয়রদের থেকে, তাঁদের বাবা-মাকে দেখে শিখেছি। ড্রেসিংরুমে সিনিয়রদের আচার-ব্যবহার থেকে শিখেছি। কেউ কিন্তু আমাকে কোনও পাঠ পড়ায়নি। আমি দেখে দেখে, উপলব্ধি করে শিখেছি। নতুন প্রজন্মকে সঠিক শিক্ষা দেওয়াটা আমাদের কাজ, দায়িত্ব। শিক্ষা একটা প্রক্রিয়া। যেটা চলতে থাকে। নতুন প্রজন্মকে সঠিক পথে চালিত করতে হবে। তাই বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া জাহির করাটা কোনও সমাধান নয়।''
photos