নিজের মুখেই শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করলেন রাহুল গান্ধী

May 11, 2019, 14:46 PM IST
1/8

Rahul_1

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। তিনি নাকি স্নাতকোত্তর না হয়েই এমফিল করেছেন! 

2/8

Rahul_2

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় পালটা এমনই কটাক্ষ করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আজ এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাত্কারে রাহুল গান্ধী স্পষ্ট করেন, তিনি ডেভালপমেন্ট স্টাডিজ নিয়ে এমফিল করেছেন।

3/8

Rahul_3

উল্লেখ্য, হিন্দু রিপোর্ট অনুযায়ী, ২০০৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় জানায়, তিনি ট্রিনিটি কলেজ থেকে ১৯৯৫ সালে এমফিল-এ অর্জন করেন। 

4/8

Rahul_4

 আজ রাহুল গান্ধী মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, দেশে স্বৈরাতন্ত্র চলছে। দেশের প্রত্যেক নাগরিককে আমরা রক্ষা করবো। 

5/8

Rahul_5

তাঁর কথায়, গান্ধীজি বলতেন লাইনে দাঁড়ানো শেষ মানুষটিকে সাহায্য করা উচিত। আরএসএস-এর কর্মীরা যদি আক্রান্ত হন, তাঁদেরও রক্ষা করার প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী। তবে, কংগ্রেস সভাপতির মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত ভাবে ঘৃণা করেন আমায়। 

6/8

Rahul_6

 মোদীর দিন শেষ বলে দাবি রাহুলের। এমনকি তিনি আশ্বাস দেন, প্রত্যেক নাগরিকের মনের কথা বুঝতে সচেষ্ট হবে তাঁর সরকার।

7/8

rahul_7

সম্প্রতি ১৯৮৪-র শিখ বিরোধী হিংসা নিয়ে স্যাম পিত্রোদার মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে। 

8/8

Rahul_8

এ বিষয়ে প্রশ্ন করা হলে, রাহুল গান্ধী সাফ জানান, পিত্রোদা ভুল মন্তব্য করেছেন। তাঁকে ক্ষমা চাওয়ার কথা বলেছি। রাহুল বলেন, শিখ বিরোধী হিংসা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনার সঙ্গে যাঁরাই জড়িত তাঁদের শাস্তি হওয়া উচিত।