Rahul asked to vaccate Bungalow: সাংসদপদ গিয়েছে, এবার নোটিস দিয়ে রাহুলের উপরে আরও চাপ বাড়াল কেন্দ্র

Mar 27, 2023, 18:50 PM IST
1/6

মোদী পদবি সংক্রান্ত মামলায় সাংসদপদ হারিয়েছেন রাহুল গান্ধী। এবার তাঁর উপরে আরও চাপ বাড়াল কেন্দ্র।

2/6

দুদিন আগেই তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে। ফলে নিয়ম মাফিক এবার তাঁকে তাঁর সাংসদ বাংলো খালি করে দিতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এমনটাই খবর সূত্রের। 

3/6

লোকসভায় হাউজিং প্যানেল আজ রাহুল গান্ধীকে একটি নোটিস পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে আগামী ১ মাসের মধ্যে তাঁর তুঘলক রোডের বাংলো ছেড়ে দিতে হবে।

4/6

২০০৪ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর ১২ নম্বর তুঘলক রোডের বাংলোটি রাহুল গান্ধীর নামে বরাদ্দ করা হয়। গত সপ্তাহেই মোদী পদবি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে সুরাটের এক আদালত।

5/6

ওই মামলায় উচ্চ আদালতে আবেদন করার জন্য তাঁর হাতে এখন ৩০ দিনের কম সময় রয়েছে। কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার তাঁর সাংসদ পদটি চলে গিয়েছে। ফলে তাঁকে বাংলো ছাড়ার নোটিস দিল কেন্দ্র।  

6/6

২০২০ সালে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। ফলে তাঁকেও ২০২০ সালের জুলাই মাসে তাঁর লোধি এস্টেটের সরকারি বাংলো ছেড়ে দিতে হয়। তবে কংগ্রেস সূত্রে খবর, কেন্দ্র রাহুল গান্ধীকে বাংলো খালি করার নোটিস দিয়েছে বলে শোনা গেলেও সেরকম কোনও নোটিস তিনি পাননি। তবে যদি ওই নোটিস আসে তাহলে তার বিরুদ্ধে আদালতে যাবে কংগ্রেস।