1/9
দুর্গোত্সবে রাহুল গান্ধী
2/9
দুর্গোত্সবে রাহুল গান্ধী
photos
TRENDING NOW
3/9
দুর্গোত্সবে রাহুল গান্ধী
4/9
দুর্গোত্সবে রাহুল গান্ধী
সম্প্রতি কৈলাসে মানসরোবর যাত্রাও করে এসেছেন রাহুল গান্ধী। সেখান থেকে ছবি দিয়ে টুইট করেছিলেন, 'মহাদেবই ব্রহ্মাণ্ড'। শুধু তাই নয়, দিন কয়েক আগে নিজের নির্বাচনী কেন্দ্র অমেঠিতে শিবভক্তদের সভায় কপালে চন্দন লেপে গিয়েছিলেন রাহুল। সেখানে সমস্বরে আওয়াজ উঠেছিল, 'হর হর ব্যোম ব্যোম'। কংগ্রেসের সভায় এই ধরনের স্লোগান আগে কখনও শোনা যায়নি।
5/9
দুর্গোত্সবে রাহুল গান্ধী
প্রসঙ্গত, গুজরাটের নির্বাচনী প্রচারে শিবভক্ত বলে দাবি করেছিলেন রাহুল গান্ধী। এমনকি ভরা সংসদেও নিজেকে শিবভক্ত হিসেবে তুলে ধরেছিলেন তিনি। সোমনাথ মন্দিরে রাহুলের ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় কংগ্রেস দাবি করেছিল, রাহুল গান্ধী পৈতেধারী হিন্দু। বিহারে আবার রাহুলের নামের পাশে 'ব্রাহ্মণ' হিসেবেও ব্যানার দেখা গিয়েছে।
6/9
দুর্গোত্সবে রাহুল গান্ধী
7/9
দুর্গোত্সবে রাহুল গান্ধী
8/9
দুর্গোত্সবে রাহুল গান্ধী
9/9
দুর্গোত্সবে রাহুল গান্ধী
photos