মুকুল-আলোয় অন্ধকারে রাহুল সিনহা? এই ছবিই কি তার ইঙ্গিত?

Aug 09, 2018, 22:29 PM IST
1/8

mukul3

 ১১ অগস্ট বিজেপির যুব মোর্চার পোস্টার পড়েছে শহরের আনাচে-কানাচে। সেই পোস্টারে হাসিমুখে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের ছবি থাকলেও বাদ পড়লেন একজন।

অঞ্জন রায়: ১১ অগস্ট বিজেপির যুব মোর্চার পোস্টার পড়েছে শহরের আনাচে-কানাচে। সেই পোস্টারে হাসিমুখে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের ছবি থাকলেও বাদ পড়লেন একজন।

2/8

mukul2

পোস্টারে মুকুল রায়, দিলীপ ঘোষ ও রাজ্য যুব মোর্চার সভাপতি দেবজিত্ সরকার থাকলেও নেই রাহুল সিনহা। আর তা নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন।

পোস্টারে মুকুল রায়, দিলীপ ঘোষ ও রাজ্য যুব মোর্চার সভাপতি দেবজিত্ সরকার থাকলেও নেই রাহুল সিনহা। আর তা নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন। 

3/8

mukul1

বিজেপির জাতীয় সম্পাদক ও রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। অথচ দলীয় কোনও পদে না থেকেই পোস্টারে ঠাঁই পেয়েছেন মুকুল রায়।

বিজেপির জাতীয় সম্পাদক ও রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। অথচ দলীয় কোনও পদে না থেকেই পোস্টারে ঠাঁই পেয়েছেন মুকুল রায়। 

4/8

rahul1

শুধু তাই নয়, একটি পোস্টারে তো বক্তাদের তালিকাতেও নাম নেই রাহুল সিনহার।

শুধু তাই নয়, একটি পোস্টারে তো বক্তাদের তালিকাতেও নাম নেই রাহুল সিনহার।   

5/8

yuva

দলের পোস্টারে কাদের মুখ থাকবে, তা অনেক সমীকরণ মেনে ঠিক করা হয়। দেবজিত্ বা দিলীপের ছবি থাকার কথাই। তবে মুকুলের সঙ্গে কেন নেই রাহুল সিনহা?

দলের পোস্টারে কাদের মুখ থাকবে, তা অনেক সমীকরণ মেনে ঠিক করা হয়। দেবজিত্ বা দিলীপের ছবি থাকার কথাই। তবে মুকুলের সঙ্গে কেন নেই রাহুল সিনহা? 

6/8

mukul3

রাজনৈতিক মহলের মতে, রাজ্য বিজেপির অন্দরে মুকুলের উচ্চতা যে দিনে দিনে বাড়ছে, তা প্রতিফলিত হচ্ছে। পোস্টারেও তার অন্যথা ঘটেনি।

রাজনৈতিক মহলের মতে, রাজ্য বিজেপির অন্দরে মুকুলের উচ্চতা যে দিনে দিনে বাড়ছে, তা প্রতিফলিত হচ্ছে। পোস্টারেও তার অন্যথা ঘটেনি।  

7/8

mukul

 বিজেপি সূত্রে খবর, মুকুল রায়কে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করা হতে পারে বলে খবর। ইতিমধ্যেই দলের কার্যকরী কমিটিতেও ঠাঁই পেয়েছেন তিনি।

বিজেপি সূত্রে খবর, মুকুল রায়কে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করা হতে পারে বলে খবর। ইতিমধ্যেই দলের কার্যকরী কমিটিতেও ঠাঁই পেয়েছেন তিনি।  

8/8

mukul rahul

 মুকুলের উত্থানের সঙ্গে সঙ্গে রাহুল সিনহা কি অপাক্ততেয় হয়ে পড়ছেন? জল্পনা রাজনৈতিক মহলে।

মুকুলের উত্থানের সঙ্গে সঙ্গে রাহুল সিনহা কি অপাক্ততেয় হয়ে পড়ছেন? জল্পনা রাজনৈতিক মহলে।