Train Derailed: নিউ জলপাইগুড়িতে লাইনচ্যুত ট্রেন, বিপাকে ডুয়ার্সের যাত্রীরা

Jun 14, 2023, 19:43 PM IST
1/5

খড়গপুরের পর এবার এনজেপি। ফের লাইনচ্যুত ট্রেন। এর জেরে প্রবল বিঘ্ন ঘটল ট্রেন চলাচলে। -তথ্য-নারায়ণ সিংহ রায়  

2/5

বুধবার এনজেপি থেকে বাংলাদেশ যাচ্ছিল একটি মালগাড়ি। সকাল ১১টা নাগাদ শিলিগুড়ির এনজেপি থেকে সেটি ডুয়ার্সের ডামডিমের উদ্দেশ্য রওনা দেয়। -তথ্য-নারায়ণ সিংহ রায়  

3/5

ডামডিম থেকে ওই মালগাড়িটির বাংলাদেশের চিলাহাটা যাওয়ার কথা। এদিন নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ২ কিলোমিটার যাওয়ার পর মালগাড়িটি লাইন থেকে বেরিয়ে যায়। -তথ্য-নারায়ণ সিংহ রায়

4/5

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও এনজেপি স্টেশনের আধিকারিকরা। একটি বগি লাইন থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে যায়। উদ্ধারকারী ইঞ্জিন এসে বাকী বগিগুলিকে অন্যত্র নিয়ে যায়। -তথ্য-নারায়ণ সিংহ রায়  

5/5

মালগাড়িটি লাইচ্যুত হওয়ার পর শিলিগুড়ি জংশন ও এনজেপির মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় ৩ ঘণ্টা। বন্ধ হয়ে যায় ডুয়ার্সগামী ট্রেন চলাচল। এনিয়ে মুখে কুলুপ এঁটেছে রেল কর্তৃপক্ষ। -তথ্য-নারায়ণ সিংহ রায়