বেসরকারিকরণের পথে রেল? কেন্দ্রের বিরোধিতা করে বিক্ষোভ কর্মীদের

Jul 03, 2020, 14:38 PM IST
1/4

ছবি- অঞ্জন রায়

রেলে বিভিন্ন বিষয় বেসরকারিকরণ হচ্ছে । ৫০ শতাংশ কমী ছাঁটাই করতে বলেছে। তবে কি ১৯৭৪ সালের মত রেল ধর্মঘট শুরু হবে?  যা সেই সময় দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল।  

2/4

ছবি- অঞ্জন রায়

সারাদেশে দেশের মত শুক্রবার কলকাতায় বিভিন্ন রেল দফতরের সামনে বিক্ষোভ হচ্ছে।  অল্প কর্মী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে ।    

3/4

ছবি- অঞ্জন রায়

সেখানেই সর্বভারতীয় ধর্মঘটের প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়। এই ধর্মঘটে সব ইউনিয়ন সামিল হয়েছে‌।  বিএমএস থাকছে এই আন্দোলন।  

4/4

ছবি- অঞ্জন রায়

তাদের বক্তব্য , লকডাউনের নাম করে কর্মীদের ঘরে রেখে কেন্দ্রীয় সরকার রেল বেসরকারিকরণের নির্দেশ দিয়েছে । তাই বিকল্প পথ ইউনিয়নের ভাবতে হচ্ছে।