Weather Update: নিম্নচাপের বৃষ্টিতে কি ভাসবে বাংলা? কী বলছে পূর্বাভাস
সন্দীপ প্রামাণিক: এই মুহূর্তে নিম্নচাপটি অনেকটাই শক্তি বাড়িয়েছে। যার বর্তমান অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে।
আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের ফলে ৯ থেকে ১১ অগস্ট, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উপকূলের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া এই দুই জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে।
পাশাপাশি ওই সময় যেহেতু নিম্নচাপটি সমুদ্রের উপর অবস্থান করবে, তাই ৯ থেকে ১১ অগস্ট মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
তবে উত্তরবঙ্গে বৃষ্টি কমে গিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন।