নিজস্ব প্রতিবেদন : আশঙ্কাই সত্যি হল। পূর্বাভাস যদিও ছিল যে পুজোতে বৃষ্টি হবে! কিন্তু রোদ ঝকঝকে ষষ্ঠীর পর আশায় বুক বেঁধেছিল পুজোপ্রাণ বাঙালি। বৃষ্টি অসুরের হাত থেকে বুঝি রেহাই মিলল! খুশিতে ডগমগ হয়ে উঠেছিল আট থেকে আশি। কিন্তু না...
2/5
সপ্তমীর সকালেই সব আনন্দে জল ঢালল বৃষ্টি। পূর্বাভাস বলছে, সপ্তমীর দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
photos
TRENDING NOW
3/5
রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। সেইসঙ্গে ঝাড়খণ্ড এলাকায় সক্রিয় জোড়া ঘূ্র্ণাবর্ত।
4/5
যার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্বভাস বলছে, অষ্টমীতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে।
5/5
বৃষ্টির পরিমাণ বাড়বে নবমীতে। আর ঝেঁপে বৃষ্টি হতে পারে দশমীতে।