জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ চক্রবর্তী এবার তৈরি করছেন ওয়েব সিরিজ। কিছুদিন আগেই সেই খবর তিনি নিজেই জানান দর্শকদের।
2/7
রাজের 'আবার প্রলয়'
ইতমধ্যেই শুরু হয়েছে সিরিজের শ্যুটিং। সিরিজের নাম ‘আবার প্রলয়’।
photos
TRENDING NOW
3/7
রাজের 'আবার প্রলয়'
সম্প্রতি শ্যুটিং লোকেশন থেকে ছবি শেয়ার করেছেন পরিচালক নিজেই। সেখানে দেখা যাচ্ছে রাজের সেটে হাজির শুভশ্রী ও সঙ্গে ইউভানও।
4/7
রাজের 'আবার প্রলয়'
এই সিরিজের হাত ধরে এই প্রথমবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে।
5/7
রাজের 'আবার প্রলয়'
‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে বেশ কয়েকটি মুখ্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া সহ আরও অনেকেই।
6/7
রাজের 'আবার প্রলয়'
তবে অভিনেতার তালিকায় রয়েছে চমক। বিধায়ক রাজের সিরিজে এবার অভিনয় করবেন রাজ্যের এক মন্ত্রীও। তিনি হলেন সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক।
7/7
রাজের 'আবার প্রলয়'
দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত পার্থ ভৌমিক। তবে তাঁর মতে বন্ধুত্বের কারণেই রাজ তাঁকে অভিনয়ের অফার দিয়েছেন। তবে এখনও তিনি এই ওয়েব সিরিজে অভিনয় করবেন কিনা, তা নিশ্চিত হয়নি।