Rajanya Halder: আগমনীর বিসর্জন! ঘরে বাইরে প্রবল চাপে রাজন্যা আর রাজদ্রোহী নন...

Rajanya Halder:আরজি কর কাণ্ড নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করেন রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তী। শুক্রবারই প্রকাশ্যে আসে সেই ছবির পোস্টার। ছবির নাম আগমনী, তিলোত্তমার গল্প। পোস্টার সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই সমালোচনার মুখে পড়েন ছবির অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদার এবং ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী, যিনি তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্টও। এরপরই তৃণমূল ছাত্র পরিষদ থেকে বরখাস্ত করা হয় রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে। এবার এই ছবির মুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রাজন্যা ও প্রান্তিক। 

| Sep 30, 2024, 19:20 PM IST
1/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম তৈরি করে দলের রোষের মুখে পড়েন রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তী।   

2/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

ছবির নাম আগমনী, তিলোত্তমার গল্প। পোস্টার সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই সমালোচনার মুখে পড়েন ছবির অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদার এবং ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী, যিনি তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্টও। 

3/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

এরপরই তৃণমূল ছাত্র পরিষদ থেকে বরখাস্ত করা হয় রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে। 

4/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

খোদ তৃণমূল কংগ্রেসের তরফেও বিরোধিতা করা হয় ছবির। বিরোধিতা করেন কুণাল ঘোষও। 

5/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

যদিও এর পরেও রাজন্যা জানিয়েছিলেন যে নির্দিষ্ট দিনেই মুক্তি পাবে আগমনী। 

6/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

প্রান্তিক ও রাজন্যার দাবি যে তাঁদের এই ছবিতে এমন কিছু নেই যা বিচারাধীন। 

7/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

রবিবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন প্রান্তিক। সূত্রের খবর, কুণাল তাঁদের বোঝানোর চেষ্টা করেন যে এই শর্ট ফিল্মের এখন মুক্তির প্রয়োজন নেই। 

8/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

সূত্রের খবর, কুণাল ঘোষ বলেছেন, সিনেমাটি যেহেতু আরজি করকে কেন্দ্র করে। তাই বর্তমান সময়ে দলের যদি কেউ আরজি কর নিয়ে সিনেমা করে তাহলে জনগণের কাছে ভুল বার্তা যাবে। এবং যেভাবে গলায় মেকআপ করার ছবিগুলো সামনে এসেছে রাজন্যার, সেগুলি অত্যন্ত অস্বস্তিকর। 

9/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

তৃণমূল কংগ্রেস নতুন করে আরজি কর ইস্যুতে কোনও অস্বস্তিতে যেতে চাইনা, তাই এই সিদ্ধান্ত বলেই জানা যায়। 

10/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

মহালয়ার দিন অর্থাৎ বুধবার ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল তাঁদের এই শর্ট ফিল্ম। রবিবার থেকেই শোনা যাচ্ছিল এই রিলিজ পিছিয়ে যেতে পারে বা একেবারে বন্ধ করে দিতে পারেন তাঁরা। 

11/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

সোমবার তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন রাজন্যা ও প্রান্তিক। 

12/12

বড় সিদ্ধান্ত রাজন্যার...

মেইলের মাধ্যমে রাজন্যা ও প্রান্তিক তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানান যে আপাতত তাঁরা এই শর্ট ফিল্ম রিলিজ করবেন না। কারণ টপিকটি খুবই সংবেদনশীল ও বিচারাধীন। তবে মনে করা হচ্ছে ঘরে বাইরে দলের চাপেই এই সিদ্ধান্ত তাঁদের।