Rama Navami: সামনেই রামনবমী! জেনে নিন বিশেষ কোন মন্ত্রে সংসারে আসবে সুখ, ঝরবে বিপুল সৌভাগ্য...
Rama Navami: চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালিত হয়। সেই হিসেবে, এ বছর ২০২৩ সালের ৩০ মার্চ রামনবমী উৎসব পালিত হবে। দেখতে গেলে আর বেশি দিন নেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামনবমী খুবই বড় ধর্মীয় পর্ব। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই রামনবমী পালিত হয়। সেই হিসেবে, এ বছরে, এই ২০২৩ সালে আগামী ৩০ মার্চ রামনবমী উৎসব পালিত হবে। দেখতে গেলে আর বেশি দিন নেই। আর মাত্র চারদিনের মাথায় আসছে এই পুণ্যদিন ও পুণ্যতিথি।
1/6
শ্রীরাম
2/6
রামনবমী তিথি
photos
TRENDING NOW
3/6
দশরথপুত্র রাম
4/6
মর্যাদাপুরুষোত্তম
5/6
বিপুল সৌভাগ্য
6/6
'ওম শ্রী রামাঃ নময়ঃ'
মন্ত্রগুলি এরকম: ১) 'ওম শ্রী রামাঃ নময়ঃ' ২) 'শ্রী রাম জয় রাম জয় জয় রাম' ৩) 'ওম দশরথায় বিদমহে সীতাবল্লভয় ধীমহি, তন্নো রামাঃ প্রচোদয়াৎ' ৪) 'শ্রী রাম জয় রাম কোদণ্ড রাম'... ইত্যাদি। শাস্ত্রবিশেষজ্ঞেরা বলে থাকেন-- এই সমস্ত মন্ত্র এবং রামনাম এমনিতেও মানুষকে ইতিবাচক করে, তাকে সদাই ঘিরে-থাকা নেতিবাচক এনার্জিবলয় নষ্ট করে। তার মনের শান্তি অক্ষুণ্ণ রাখে এবং সমস্ত উদ্বেগ ও অবসাদ দূর করে দেয়।
photos