মন্দির থেকে ৩ কিলোমিটার দূরে নামবে মোদীর চপার, তৈরি হেলিপ্যাড, আরও প্রশস্ত রাস্তা

Aug 04, 2020, 13:23 PM IST
1/5

আগামী ৫ অগস্ট অযোধ্যার রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল সাড়ে নটা নাগাদ দিল্লি থেকে বিমানে রওনা দেবেন প্রধানমন্ত্রী। 

2/5

লখনউ বিমানবন্দরে সকাল ১০টা  ৪০ নাগাদ অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। এরপর সেখান থেকে অযোধ্যায় হেলিকপ্টারে যাবেন তিনি। 

3/5

বেলা ১১ টা ৩০ মিনিট নাগাদ অযোধ্যার সাকেত কলোনিতে অবতরণ করার কথা তাঁর হেলিকপ্টারের। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য বিশেষ করে বানানো হয়েছে এই হেলিপ্যাড। এখান থেকে মন্দির প্রায় ৩ কিলোমিটার রাস্তা।

4/5

হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রাস্তা চওড়া করা হয়েছে। রাস্তার দুই ধারে দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে রামায়ণের বিভিন্ন কাহিনির রঙিন ছবিতে। ছবি এঁকেছেন স্থানীয় আর্ট কলেজের পড়ুয়ারা। 

5/5

সড়কপথে বেলা ১২টা নাগাদ রামজন্মভূমি পৌঁছবেন তিনি।