রামনবমীর মিছিলে বিজেপির অনুপম হাজরা থেকে রাহুল সিনহা, দেখুন ছবিতে

Apr 13, 2019, 15:18 PM IST
1/5

শনিবার রামনবমীর মিছিলে দলীয় কর্মীদের সঙ্গে অনুপম হাজরা। 

2/5

রামনবমীতে অস্ত্র মিছিল প্রসঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, ''রামনবমীতে অস্ত্র মিছিল হলে, সেটা দেখার দায়িত্ব জেলা প্রশাসনের।'' যদিও তৃণমূল দাবি করছে, রামনবমীতে বিজেপির অস্ত্র মিছিল নিয়ে কড়া পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। 

3/5

রামনবমীর জন্য কলকাতা ও আসানসোলেও রামনবমী উপলক্ষ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

4/5

রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয় উত্তর কলকাতায়। শোভাযাত্রায় অংশ নেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। সেই শোভাযাত্রায় একটি ট্যাবলোতে সাঁটানো ছিল ধর্মীয় আচার-অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের যোগ দেওয়ার ছবি। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনা সংবিধান লঙ্ঘনকারী বলে দাবি করেছেন বিরোধীরা।  

5/5

তবে এবারও রামনবমীতে যে মিছিল হবে তা সাফ জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে এদিন দক্ষিণ কলকাতা র রামনাবামির বাইক মিছিল করার অনুমতি দেয়নি পুলিস। বিজেপির দাবি, অনেক আগে থেকেই এই মিছিলের অনুমতি নেওয়া ছিল। শুরুতে অনুমতি দিলেও এখন মত পাল্টেছে বলে অভিযোগ বিজেপির।