ফ্রেমবন্দি 'চাঁদনি' মুহূর্ত

Feb 25, 2018, 14:47 PM IST
1/18

Sri birth

শ্রীদেবী জন্ম

১৯৬৩ সালের ১৩ অগাস্ট তত্কালীন মাদ্রাজ রাজ্যের শিবকাশীতে জন্ম হয় শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপানের  

2/18

Sridevi name

শ্রীদেবী নাম

সেদিনের সেই শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপান-ই পরবর্তীকালে হয়ে ওঠে ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রী'দেবী'

3/18

Sridevi4

শ্রীদেবী৪

শিশু অবস্থা থেকেই যেন কথা বলত তাঁর চোখ!

4/18

Sri5

শ্রীদেবী৫

বলিউডে পাকাপাকিভাবে আত্মপ্রকাশের আগে তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন এই দাপুটে অভিনেত্রী

5/18

Bollywood debue

বলিউডে আত্মপ্রকাশ

১৯৭৫-এ 'জুলি' ছবিতে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখে ছোট্ট শ্রীদেবী

6/18

remarkable films

শ্রীদেবী ছবি

বলিউডে শ্রীদেবী সুপারডুপার হিট ছবিগুলির মধ্যে রয়েছে 'সদমা', 'চাঁদনি', 'চালবাজ', 'মিস্টার ইন্ডিয়া', 'নাগিনা'

7/18

Sridevi3

শ্রীদেবী৩

রেখা ও বিনোদ খন্নার সঙ্গে শ্রীদেবী  

8/18

Sri Rajinikanth

রজনীকান্ত মা শ্রী

মাত্র ১৩ বছর বয়সে তামিল ছবি 'মুন্দ্রু মুদিচু' (১৯৭৬)-তে রজনীকান্তের সত্ মায়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কু়ড়িয়েছিলেন কিশোরী শ্রী।  

9/18

Sri Anil

শ্রী অনিল

১৯৮০ থেকে ১৯৯০, বলিউড কাঁপিয়েছিল এই জুটি। শ্রী-অনিল জুটির ১৬টি ছবির মধ্যে ১৩টি-ই বক্সঅফিসে সুপারহিট।

10/18

Sri Kamal Hasan

শ্রীদেবী কমল হাসান

কমল হাসানের সঙ্গে জুটি বেঁধেই সবচেয়ে বেশি সংখ্যক তামিল ছবি করেছেন শ্রী।

11/18

Comeback Sri

শ্রীদেবীর কামব্যাক

প্রায় এক দশকের উপর বলিউড থেকে দূরে থাকার পর, ২০১২ সালে 'ইংলিশ ভিংলিশ' ছবিতে কামব্যাক করেন শ্রীদেবী।

12/18

Padmashree Sri

পদ্মশ্রী শ্রী

২০১৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শ্রীদেবী

13/18

Sridevi2

শ্রীদেবী১

শ্রীদেবীর মৃত্যুর মাত্র ২০ মিনিট আগেই অমিতাভ বচ্চন টুইটারে লেখেন, "एक अजीब सी घबराहट हो रही है" (একটা অদ্ভূত অস্বস্তি হচ্ছে আমার)

14/18

Sridevi1

শ্রীদেবী শাহরুখ

চলতি বছর ডিসেম্বরই মুক্তি পাবে আনন্দ এল. রাইয়ের ছবি 'জিরো'। সেখানেই শেষবারের মত পর্দায় দেখা যাবে শ্রীদেবীর জাদু। ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে তাঁকে। অক্টোবর ২০১৭-তেই হয়েছে শুটিং। এই ছবির নায়ক শাহরুখ।

15/18

Jayaprada

জয়াপ্রদা

অনস্ক্রিনে জয়াপ্রদার সঙ্গেই ছিল তাঁর লড়াই

16/18

Maqsad

মাকসদ

'মাকসদ' ছবির শুটিংয়ের সময় জয়াপ্রদা ও শ্রীদেবীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার অনেক চেষ্টা করেছিলেন রাজেশ খন্না ও জিতেন্দ্র। কিন্তু দুই অভিনেত্রীর মধ্যে বরফ গলেনি।

17/18

Sridevi

শ্রীদেবী

'নাগিনা' বা 'চাঁদনি' কোনওটাতেই শ্রীদেবী প্রথম পছন্দ ছিলেন না। 'নাগিনা'র প্রস্তাব প্রথমে দেওয়া হয় জয়াপ্রদাকে। আর 'চাঁদনি'র জন্য রেখা ছিলেন প্রথম পছন্দ।

18/18

Sridevi with family

পরিবারের সঙ্গে শ্রীদেবী

তিনি নিজে লিখতেন 'Sreedevi', কিন্তু ছবির ক্রেডিটে সবসময়ই তাঁর নামের বানান লেখা হয়েছে 'Sridevi'। তবে এনিয়ে তাঁর কোনও ক্ষোভ ছিল না, ছবিতে নিজের নামের বানান সংশোধনের কোনও চেষ্টাও করেননি। ভুল বানানেই তিনি 'দেবী'!