সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসেই প্রকাশ্যে আসতে পারে Realme -র স্মার্ট টিভি। বার্সেলোনায় MWC ২০২০ অনুষ্ঠানের মঞ্চ থেকেই দিনের আলো দেখতে পারে Realme TV এমনই ইঙ্গিত মিলেছে সংস্থার চিফ ম্যানেজিং অফিসারের টুইট বার্তায়।
2/5
Realme -র স্মার্ট টিভি
যদিও Realme TV -র স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য এখনও সামনে আসেনি। স্মার্টফোনের মতোই স্মার্টটিভির দুনিয়ায় Xaiomi -কে টেক্কা দিতে তুলনামূলক কম দামে বাজারে আসতে পারে Realme TV।
photos
TRENDING NOW
3/5
Realme -র স্মার্ট টিভি
বিগত কয়েক বছরে স্মার্টফোন বাজারে Xiaomi -র জনপ্রিয়তায় থাবা বসিয়েছে Realme। একই পথে হেঁটে এবার স্মার্টটিভির বাজারে নিজেদের জমি খুঁজে পেতে চাইছে চিনের সংস্থাটি।
4/5
Realme -র স্মার্ট টিভি
২৪ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি বার্সেলোনায় অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ (MWC ২০২০)। সেখানেই Samsung, Vivo-সহ জনপ্রিয় সব স্মার্টফোন সংস্থা গুলি বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করবে। এই অনুষ্ঠান থেকেই সংস্থার প্রথম স্মার্ট টিভির ঘোষণা করতে পারে Realme।
5/5
Realme-র স্মার্ট টিভি
স্মার্ট টিভি লঞ্চ করার পাশাপাশি শীঘ্রই একটি ফিটনেস ব্যান্ডও লঞ্চ করতে পারে এই সংস্থা। এমনটাই জানানো হয়েছে সংস্থা তরফে।