নিজেই রেকর্ড গড়ছে-ভাঙছে Corona, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১৬ হাজার

Jun 24, 2020, 12:42 PM IST
1/5

আনলকের মধ্যেই ফের রেকর্ড সংক্রমণ। রবিবার ১৪ হাজার ৮০০, সোমবার একশো বেশি, মঙ্গলবার তা লাফিয়ে হাজার। রেকর্ডের পর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ১৬ হাজার। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১৫,৯৬৮ জন। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা।

2/5

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪৬৫ জনের। এই নিয়ে দেশে মোট করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪,৪৭৬। 

3/5

দেশে করোনাভাইরাস আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাসে মোট ২৩৮ জনের মৃত্যু হয়েছে। 

4/5

দিল্লিতেও রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। একদিনে প্রায় ৪,০০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দেশের রাজধানীতে। দেশের অন্য কোনও রাজ্যে একদিনে এই পরিমাণে নতুন করে সংক্রমণ ধরা পড়েনি এর আগে। দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেজরীবাল সরকার। আগামী ৬ জুলাইয়ের মধ্যে দিল্লির প্রতিটি বাড়ি স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

5/5

বিশ্বের করোনা পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি এক লক্ষ ব্যক্তির মধ্যে ১ জন কোভিড পজিটিভ। গোটা বিশ্বের নিরিখে প্রতি এক লক্ষ ব্যক্তির মধ্যে ৬.০৪ জন করোনা আক্রান্ত।